মেট্রোরেলে চলাচলের নিয়ম, টাইম শিডিউল, ভাড়া

মেট্রোরেলে চলাচলের নিয়ম, টাইম শিডিউল, ভাড়া

মেট্রোরেলে চলাচলের নিয়ম, টাইম শিডিউল, ভাড়া

ঢাকা শহরের জ্যামের সমস্যা উত্তরণ করার জন্য এবং দ্রুত মানুষ যেন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে এজন্য মেট্রোরেল চালু করা হয়েছে মেট্রোরেলে যাতায়াত করতে চাইলে মেট্রোরেলে চলাচলের নিয়ম জানা থাকতে হবে।

আপনি যদি মেট্রোরেলে চলাচল করতে চান, তবে কি কি বিষয় জানা থাকতে হবে এবং মেট্রোরেলের টাইম শিডিউল ও ভাড়া কত টাকা এসব বিসয় জানতে পারবেন এই পোস্ট থেকে। তাহলে আর দেরি কিসের, চলুন, মেট্রোরেলে চলাচলের নিয়ম, মেট্রোরেলের টাইম শিডিউল এবং মেট্রোরেলের ভাড়া কত টাকা জেনে নেয়া যাক।

মেট্রোরেলে চলাচলের নিয়ম

মেট্রোরেলে চলাচল করার জন্য MRT Pass এবং Single Journey Ticket ব্যবহার করা হয়ে থাকে। আপনি যদি সিঙ্গেল টাইম ভ্রমণ করার জন্য মেট্রোরেল ব্যবহার করতে চান, তবে Single Journey Ticket ক্রয় করতে পারেন। তবে, মেট্রোরেল ব্যবহার করে যদি অফিস বা কর্মক্ষেত্রে যেতে চান, তবে বারবার সিঙ্গেল জার্নি টিকেট ক্রয় না করে MRT Pass ক্রয় করতে পারেন।

একটি MRT Pass ক্রয় করার পর এটি ১০ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এমআরটি পাস এর মুল্য হচ্ছে ৫০০ টাকা। এর মাঝে ২০০ টাকা নিরাপত্তা জামানত এবং ৩০০ টাকা ব্যালেন্স থাকবে। যা ব্যবহার করে আপনি ভ্রমণ করতে পারবেন।

এছাড়া, MRT Pass ব্যবহার করে মোট ১০ হাজার টাকা জমা রাখতে পারবেন। এরপর, এসব টাকা দিয়ে পরবর্তীতে রিচার্জ না করে যাতায়াত করতে পারবেন। টিকেট ক্রয় মেশিন (TVM), টিকেট অফিস(TOM) এবং অতিরিক্ত ভাড়া আদায় অফিস(EFO) থেকে MRT পাস রিচার্জ করতে পারবেন।

সিঙ্গেল জার্নি টিকেট ক্রয় করার থেকে এমআরটি পাস ক্রয় করলে যাতায়াত এর জন্য ১০% ছাড় পাবেন। এছাড়াও, সিঙ্গেল পাসের জন্য মুক্তিযোদ্ধার প্রমাণপত্র দেখালে একবার ফ্রি যাতায়াত এবং প্রতিবন্ধী হলে সিঙ্গেল পাসের জন্য ১৫% ছাড় দেয়া হয়ে থাকে।

আপনি যদি প্রতিদিন মেট্রোরেলে করে যাতায়াত করতে চান, তবে এমআরটি পাস ক্রয় করা উচিত। কারণ, সিঙ্গেল পাসের মেয়াদ থাকে ক্রয়ের দিনের রাত ১২ ঘটিকা পর্যন্ত। কিন্তু, আপনি MRT Pass ব্যবহার করে একবার রিচার্জ করে ব্যালেন্স দিয়ে বারবার টিকেট ক্রয় না করে ১০ বছর অব্দি ভ্রমণ করতে পারবে। এছাড়াও, আপনি চাইলে MRT Pass ফিরিয়ে দিয়ে অবশিষ্ট ব্যালেন্স এবং জামানতের টাকা ফেরত নিতে পারবেন।

মেট্রোরেলে TVM মেশিন থেকে টিকেট ক্রয়ের নিয়ম

মেট্রোরেলে যাতায়াত করার জন্য TVM মেশিন বা টিকেট ক্রয় মেশিন থেকে সিঙ্গেল জার্নি টিকেট ক্রয় করা যায়। এজন্য, ১০/-, ২০/-, ৫০/-, ১০০/-, ৫০০/- এবং ১০০০/- টাকার নোট প্রবেশ করিয়ে টিকেট ক্রয় করতে পারবেন। তবে, মোট ভাড়া যদি ১০০ টাকার নিচে হয়, তবে ৫০০ এবং ১০০০ টাকার নোট গ্রহণযোগ্য হবে না।

সিঙ্গেল জার্নি পাস দিয়ে নির্দিষ্ট জায়গায় ভ্রমণ করার সময় যদি অতিরিক্ত স্থান অব্দি ভ্রমণ করে ফেলেন, তবে অতিরিক্ত ভাড়া আদায় অফিসে অতিরিক্ত ভাড়া প্রদান করতে হবে। সিঙ্গেল জার্নি পাস দিয়ে ভ্রমণ করতে চাইলে প্রতিবার টিকেট ক্রয় মেশিন বা টিকেট অফিস থেকে পাস ক্রয় করে ভ্রমণ করতে হবে।

তবে, MRT Pass থাকলে তা গেটে টাচ(স্পর্শ) করিয়ে ভ্রমণ করতে পারবেন। মেট্রোরেলে একাধিকবার বা কর্মক্ষেত্রে প্রতিদিন যেতে চাইলে MRT Pass ক্রয় করতে পারেন। এতে করে প্রতিবার টিকেট ক্রয় করার জন্য লাইনে দাঁড়ানোর ঝামেলা থাকবে না।

মেট্রোরেলের টাইম শিডিউল

মেট্রোরেলে চলাচল করার জন্য টাইম শিডিউল সম্পর্কে জেনে রাখা আবশ্যক। টাইম শিডিউল জানা থাকলে সময়মতো পৌঁছাতে পারবেন এবং ট্রেন মিস হবে না। নিচে মেট্রোরেলের সময়সূচি উল্লেখ করে দিলাম।

উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন হতে আগারগাঁও মেট্রোরেল স্টেশন

শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত:

  • সকাল ৭:১০ থেকে ১১:৩০ পর্যন্ত: প্রতি ১০ মিনিট পর পর মেট্রোরেল ছেড়ে যাবে।
  • সকাল ১১:৩১ থেকে বিকাল ৪:০০ পর্যন্ত: প্রতি ১২ মিনিট পর পর মেট্রোরেল ছেড়ে যাবে।
  • বিকাল ৪:০১ থেকে রাত ৮:০০ পর্যন্ত: প্রতি ১০ মিনিট পর পর মেট্রোরেল ছেড়ে যাবে।

মতিঝিল মেট্রোরেল স্টেশন হতে আগারগাঁও মেট্রোরেল স্টেশন

শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত:

সকাল ৭:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত: প্রতি ১০ মিনিট পরপর মেট্রোরেল ছেড়ে যাবে।

মেট্রোরেল ভাড়া তালিকা ২০২৪

মেট্রোরেলের ২১ দশমিক ২৬ কিলোমিটার রেলপথে মোট ১৭টি স্টেশন রয়েছে। এগুলো হচ্ছে – কমলাপুর, মতিঝিল, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয় সরণি, আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর ১০, মিরপুর ১১, পল্লবী, উত্তরা দক্ষিণ, উত্তরা সেন্টার এবং উত্তরা উত্তর।

মেট্রোরেলে যাতায়াত করতে চাইলে মেট্রোরেলের ভাড়া তালিকা জেনে রাখতে হবে। ভাড়া তালিকা জানা থাকলে টিকেট ক্রয় করার সময় টাকা খুচরা করার সমস্যা হয় না। নিচে মেট্রোরেলের প্রতিটি স্টেশনের ভাড়া তালিকা উল্লেখ করে দিয়েছি। চলুন, জেনে নেয়া যাক।

স্টেশনের নাম উত্তরা উত্তরা সেন্টার উত্তরা দক্ষিণ পল্লবী মিরপুর-১১ মিরপুর-১০ কাজীপাড়া শেওড়াপাড়া আগারগাঁ ফার্মগেট সচিবালয় মতিঝিল
উত্তরা উত্তর 100 90 90 80 70 60 60 50 50 30 20 100
উত্তরা সেন্টার 90 80 80 70 60 50 50 40 40 25 20 90
উত্তরা দক্ষিণ 90 80 80 70 60 50 50 40 40 25 20 90
পল্লবী 80 70 70 60 50 40 40 30 30 20 15 80
মিরপুর-১১ 70 60 60 50 40 30 30 25 25 20 15 70
মিরপুর-১০ 60 50 50 40 30 25 25 20 20 15 10 60
কাজীপাড়া 60 50 50 40 30 25 25 20 20 15 10 60
শেওড়াপাড়া 50 40 40 30 25 20 20 15 15 10 5 50
আগারগাঁ 50 40 40 30 25 20 20 15 15 10 5 50
ফার্মগেট 30 25 25 20 15 10 10 5 5 0 0 30
সচিবালয় 20 15 15 10 5 0 0 0 0 0 0 20
মতিঝিল 100 90 90 80 70 60 60 50 50 30 20 100

উপরোক্ত ভাড়া তালিকা অনুযায়ী আপনি এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাতায়াত করতে পারবেন। ভাড়া তালিকায় প্রতিটি স্টেশন থেকে অন্য স্টেশন যেতে কত টাকা ভাড়া লাগবে তা উল্লেখ করে দেয়া রয়েছে। সিঙ্গেল জার্নি টিকেট ক্রয় করার সময় এই তালিকাটি আপনার অনেক কাজে দিবে। এছাড়া, আপনি যদি MRT Pass দিয়ে যাতায়াত করেন, তবে আপনার এমআরটি পাসের ব্যালেন্স থেকে সঠিক পরিমাণ ভাড়া কেটে নেয়া হবে।

মেট্রোরেলে চলাচল করার সাধারণ নিয়মাবলী

মেট্রোরেলে চলাচল করার জন্য সাধারণ কিছু নিয়মাবলী আছে। এসব নিয়মাবলী অবশ্যই মেনে চলতে হবে। নিচে মেট্রোচেলে চলাচলের নিয়মাবলীগুলো উল্লেখ করে দিলাম।

  • ট্রেনে ওঠার সময় শৃঙ্খলা রক্ষা করতে হবে। আগে নামতে দিয়ে পরে ওঠার নিয়ম মেনে চলতে হবে।
  • মেট্রোরেলে বিনা টিকিটে ভ্রমণ করা যাবে না। এমআরটি পাস বা সিঙ্গেল জার্নি টিকিট সঙ্গে রাখতে হবে।
  • গন্তব্যস্থান সম্পর্কে ধারণা পেতে মেট্রোরেল ম্যাপ, ট্রেনের ভেতরে থাকা নির্দেশিকা চিহ্ন ও ডিসপ্লে দেখতে হবে।
  • স্টেশনের লিফট ও ট্রেনের ভেতরে বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য নির্ধারিত স্থান ছেড়ে দিতে হবে।
  • সিঁড়িতে বাঁ দিক ঘেঁষে দাঁড়াতে হবে। দৃষ্টিহীনদের যাতায়াতের জন্য হলুদ রঙের বিশেষ টাইলসের পথে দাঁড়ানো যাবে না।
  • স্টেশন এলাকায় ধূমপান করা, থুথু ও পানের পিক ফেলা যাবে না।
  • ট্রেনের ভেতরে নিচু স্বরে কথা বলতে হবে। ট্রেনের দরজায় হেলান দিয়ে দাঁড়ানো যাবে না।
  • একজন যাত্রীর জন্য একটি মাত্র সিট বরাদ্দ থাকবে। একের অধিক সিট দখল করে বসা যাবে না। 
  • ট্রেনে পানাহার করা যাবে না।
  • ট্রেনে কোনও ধরনের পোষা প্রাণী উঠানো যাবে না।
  • স্টেশন এলাকায় কোনও ধরনের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন ইত্যাদি লাগানো যাবে না।

আমাদের শেষ কথা

আজকের এই পোস্টে আপনাদের সাথে মেট্রোরেলে চলাচলের নিয়ম, মেট্রোরেলের টাইম শিডিউল এবং মেট্রোরেলের ভাড়া তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। পোস্টটি সম্পূর্ণ পড়লে মেট্রোরেলে চলাচল করার জন্য যা যা জানা প্রয়োজন, সবকিছু জানতে পারবেন। পোস্টের কোথাও যদি বুঝতে না পারেন, তবে অবশ্যই মন্তব্য করুন। এছাড়াও, যেকোনো প্রশ্নের উত্তর জানতে নিচের FAQ সেকশন লক্ষ্য করুন।

FAQ

মেট্রোরেলে কিভাবে টিকেট কাটতে হয়?

মেট্রোরেলে আপনি তিনটি পদ্ধতিতে টিকেট কাটতে পারবেন। টিকেট ক্রয় মেশিন, টিকেট অফিস এবং অতিরিক্ত টিকেট বিক্রয় অফিস থেকে।

মেট্রোরেলে কয় ধরণের টিকেট পাওয়া যায়?

মেট্রোরেলে চলাচল করার জন্য দুই ধরণের টিকেট পাওয়া যায়। একটি হচ্ছে MRT Pass এবং আরেকটি Single Journey Ticket । 

Please Share This Post in Your Social Media

One response to “মেট্রোরেলে চলাচলের নিয়ম, টাইম শিডিউল, ভাড়া”

  1. […] পাওয়ার যোগ্যতা ও আবেদনের নিয়ম মেট্রোরেলে চলাচলের নিয়ম, টাইম শিডিউল, … অনলাইনে মেডিকেল রিপোর্ট চেক করার […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2024 All rights reserved ScholarDoor