বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করবেন যেভাবে

বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করবেন যেভাবে

বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করবেন যেভাবে

বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করা এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করা অনেক জরুরী। কারণ, অন্য দেশ যেতে হলে পাসপোর্ট করতে হয়। পাসপোর্ট করার সময় অবশ্যই পুলিশ ভেরিফিকেশন করতে হয়।

কিভাবে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে হয় এবং পুলিশ ক্লিয়ারেন্স চেক করার নিয়ম নিয়ে বিস্তারিত আজকের এই পোস্টে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। আপনি যদি পাসপোর্ট করার জন্য পুলিশ ক্লিয়ারেন্স করতে চান, তাহলে পোস্টটি সম্পূর্ণ পড়ুন।

পুলিশ ক্লিয়ারেন্স কি?

কোনো ব্যক্তির নামে থানায় কোনো মামলা নেই এবং তার নামে কোনো অভিযোগ নেই থানায় এটার বোঝার জন্য যে সার্টিফিকেট দেয়া হয়, সেটিই হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। পাসপোর্ট করার সময় বা অন্য অনেক কাজের সময় পুলিশ ভেরিফিকেশন করে পুলিশ ক্লিয়ারেন্স আছে কিনা তা যাচাই করা হয়ে থাকে।

যদি কোনো ব্যক্তির নামে মামলা থাকে, তবে তাকে পাসপোর্ট দেয়া হয় না। এজন্য, পাসপোর্ট করার সময় সংশ্লিষ্ট ব্যক্তির নামে বাংলাদেশের কোনো থানায় কোনো মামলা বা অভিযোগ আছে কিনা চেক করার মাধ্যম হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য পুলিশ ভেরিফিকেশন করতে হয়। এজন্য, একজন ওসি ভেরিফিকেশন করে ক্লিয়ারেন্স প্রদান করে থাকেন।

পুলিশ ক্লিয়ারেন্স কেন প্রয়োজন?

পুলিশ ক্লিয়ারেন্স অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিভিন্ন ক্ষেত্রে আমাদের পুলিশ ভেরিফিকেশন করে ক্লিয়ারেন্স আছে কিনা যাচাই করতে হয়। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট না থাকলে অনেক গুরুত্বপূর্ণ চাকুরী বা কাজে নিয়োগ পাওয়া যায় না। পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হয় এমন কিছু কাজের নমুনা নিচে উল্লেখ করে দিলাম। 

বিদেশে ভ্রমণের জন্য: বিদেশে ভ্রমণের জন্য অনেক দেশে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হয়। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটি নিশ্চিত করতে সাহায্য করে যে ভ্রমণকারী উক্ত দেশে প্রবেশের জন্য নিরাপদ। আপনি যখন অন্য দেশ ভ্রমণ করার জন্য ভিসা আবেদন করবেন, তখন অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হবে।

বিদেশে চাকরি পাওয়ার জন্য: বিদেশে চাকরি পাওয়ার জন্য অনেক দেশে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হয়। এটি নিশ্চিত করতে সাহায্য করে যে চাকরিপ্রার্থী উক্ত দেশে কাজ করার জন্য নিরাপদ। যখন দেশের বাইরে অন্য কোনো দেশে চাকুরির জন্য আবেদন করবেন এবং ভিসা আবেদন করবেন, তখন আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাবমিট করতে হবে।

সরকারি চাকরি পাওয়ার জন্য: বাংলাদেশে সরকারি চাকরি পাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন। এটি নিশ্চিত করতে সাহায্য করে যে চাকরিপ্রার্থী দেশকে ক্ষতিগ্রস্ত করার মতো কোনও অপরাধের সাথে জড়িত নয়। বাংলাদেশ সেনাবাহিনি, বাংলাদেশ পুলিশ সহ বিভিন্ন সরকারি চাকুরির জন্য পুলিশ ক্লিয়ারেন্স চেক করা হয়ে থাকে। এজন্য, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনেক গুরুত্বপূর্ণ।

গুরুত্বপূর্ণ কোনো প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার জন্য: অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হয়ে থাকে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটি নিশ্চিত করতে সাহায্য করে যে চাকরিপ্রার্থী প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং সুনাম নষ্ট করার মতো কোনও অপরাধের সাথে জড়িত নয়।

বৃত্তি বা অনুদান পাওয়ার জন্য: অনেক বৃত্তির জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হয়ে থাকে। এটি নিশ্চিত করতে সাহায্য করে যে বৃত্তিপ্রাপ্ত ব্যক্তি বৃত্তির অর্থ অপব্যবহার করার মতো কোনও অপরাধের সাথে জড়িত নয়। 

বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স আবেদন

বিদেশ যেতে চাইলে অবশ্যই আপনাকে পাসপোর্ট এবং ভিসা করতে হবে। বৈধ উপায়ে এক দেশ থেকে অন্য দেশে যেতে চাইলে পাসপোর্ট এবং ভিসা লাগে। পাসপোর্ট করার সময় অবশ্যই পুলিশ ভেরিফিকেশন করতে হয় এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে হয়। যদি আপনার নামে কোনো মামলা থাকে, তাহলে পুলিশ ক্লিয়ারেন্স নিতে পারবেন না।

আপনার নামে মামলা আছে কিনা বা কোনো অভিযোগ আছে কিনা জানার জন্য পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে হয়। বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার মাধ্যমে ক্লিয়ারেন্স চেক করা যায়। তো চলুন, কিভাবে বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে হয় তা জেনে নেয়া যাক।

পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার নিয়ম

পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার জন্য কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে। এজন্য, নিচে উল্লিখিত ধাপগুলো অনুসরন করুন।

ধাপ ১ – পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার জন্য প্রথমেই ভিজিট করুন বাংলাদেশ পুলিশ ক্লিয়ারেন্স ওয়েবসাইট। এজন্য, https://pcc.police.gov.bd এই লিংকটিতে ক্লিক করতে পারেন। এরপর, Registration বাটনে ক্লিক করতে হবে। অতঃপর, একটি ফরম পাবেন। এই ফরমে আপনার নাম, ই-মেইল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, জাতীয় পরিচয় পত্র নাম্বার, Foreign/Child হলে টিক মার্ক দিবেন, এবং পাসওয়ার্ড লিখতে হবে। অতঃপর, ক্যাপচা কোড পূরণ করতে হবে। তারপর, Continue বাটনে ক্লিক করতে হবে।

ধাপ ২ – এখন আপনাকে একটি কোড দেয়া হবে। এই কোডটি রেজিস্ট্রেশন করার সময় আপনার দেয়া মোবাইল নাম্বার থেকে 26969 নাম্বারে সেন্ড করতে হবে। এজন্য, মোবাইলের ম্যাসেজ অপশন ওপেন করে কোডটি টাইপ করুন এবং উপরে দেয়া নাম্বারে সেন্ড করে দিন। রেজিস্ট্রেশন করার ৫ মিনিটের মাঝেই কোডটি সেন্ড করতে হবে। যদি সেন্ড করতে ব্যর্থ হন, তাহলে Helpdesk এ তাদের সাথে যোগাযোগ করতে হবে।

ধাপ ৩ – ম্যাসেজ সেন্ড করার পর আপনাকে একটি ম্যাসেজ দেয়া হবে যে , “Your account is successfully verified” । এরপর, আপনার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে pcc.police.gov.bd ওয়েবসাইটে লগইন করতে হবে। এরপর, মেনু থেকে Apply অপশনে ক্লিক করতে হবে। তারপর, আপনি কী কারণে পুলিশ ক্লিয়ারেন্স নিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করতে হবে। 

Go abroad অপশন নির্বাচন করতে হবে। এবং আপনি কোন দেশে যেতে চাচ্ছেন সেটি সিলেক্ট করতে হবে। যদি অন্য কোনো কারণে নিতে চান, তবে লিখিত ভাবে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে পারবেন না। 

ধাপ ৪ – এরপর, আপনার সকল ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে এবং পাসপোর্ট সাইজের একটি ছবি আপলোড করতে হবে। অবশ্যই আপনার ছবিটি ১৫০ কেবি সাইজের মাঝে হতে হবে।

ধাপ ৫ – এরপর, জরুরী যোগাযোগের ঠিকানা সিলেক্ট করতে হবে, এবং প্রয়োজনীয় সকল ডকুমেন্ট আপলোড করতে হবে। অতঃপর, আপনার আবেদনটি যাচাই করে নিয়ে সাবমিট করতে হবে। 

আবেদন সাবমিট করার পর অনলাইনে পেমেন্ট করতে হবে। এজন্য এ চালান ব্যবহার করতে পারেন। এ চালান ব্যবহার করে অনলাইনে পেমেন্ট করতে পারবেন। এতে করে অনেক দ্রুত পেমেন্ট ভেরিফাই হয়ে যাবে। আপনি চাইলে অফলাইনেও পেমেন্ট করতে পারবেন। তবে, অফলাইনে পেমেন্ট করলে একদিন পর ভেরিফাই হয়।

এ চালান দিয়ে পেমেন্ট করার জন্য চালান আপলোড করতে হবে। চালান দিয়ে পেমেন্ট পরিশোধ করার পর আপনার কাজ শেষ। এরপর, আপনাকে অপেক্ষা করতে হবে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য। এ সময়ের মাঝে আপনি চাইলে পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে পারেন। পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে নাকি চেক করার জন্য pcc.police.gov.bd ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন।


আরও পড়ুন: পাসপোর্ট দিয়ে আকামা চেক করার নতুন নিয়ম

আরও পড়ুন: আমি প্রবাসী ওয়েবসাইট থেকে সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম


শেষ কথা

আজকের এই পোস্টে আপনাদের সাথে বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে চান, তবে এই পোস্টটি আপনার জন্য অনেক সহায়ক হবে বলে আশা করছি। এ বিষয়ক কোন প্রশ্ন থাকলে নিচের FAQ গুলো দেখতে পারেন।

FAQ

পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে কি কি লাগে

পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে পাসপোর্ট, পাসপোর্ট সাইজের ছবি এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই কোনো মেট্রোপলিটন থানা বা জেলার আওতাধিন হতে হবে। এসব কিছু হলেই একজন ব্যক্তি পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও, পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে এ চালান দিয়ে পেমেন্ট পরিশোধ করতে হয়।

Please Share This Post in Your Social Media

2 responses to “বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করবেন যেভাবে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2024 All rights reserved ScholarDoor