পাসপোর্ট দিয়ে আকামা চেক করার নতুন নিয়ম

পাসপোর্ট দিয়ে আকামা চেক করার নতুন নিয়ম

পাসপোর্ট দিয়ে আকামা চেক করার নিয়ম

পাসপোর্ট দিয়ে আকামা চেক করার নিয়ম জানা থাকলে আপনি সহজেই আপনার আকামার মেয়াদ কতদিন আছে তা বের করতে পারবেন। সৌদি আরবে প্রবাসী হিসেবে বসবাসরত প্রত্যেক ব্যক্তির আকামার মেয়াদ কতদিন আছে তা জানা জরুরী।

কারণ, আপনার আকামার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে জরিমানা গুনতে হতে পারে। তাই, আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আকামা চেক করতে পারবেন সহজেই। পাসপোর্ট দিয়ে আকামা চেক করার নিয়ম জানতে হলে এই পোস্টটি সম্পূর্ণ পড়তে হবে। তো চলুন, পোস্টের মূল বিষয়ে ফিরে আসা যাক।

আকামা কি?

অনেকেই জানেন না যে আকামা মানে কি। বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক মানুষ জীবিকা নির্বাহের জন্য অন্য দেশে কাজ করতে যায়। এক দেশ থেকে অন্য দেশে কাজ করতে যেতে চাইলে একটি কাজের অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিট লাগে। কোনো দেশে এই ওয়ার্ক পারমিটকে শুধুমাত্র ওয়ার্ক পারমিটই বলা হয়। আবার কোনো দেশে এই ওয়ার্ক পারমিটকে অন্য নামে ডাকা হয়।

তেমনি, সৌদি আরবে যারা কাজ করতে যেতে চান, তাদেরকেও একটি ওয়ার্ক পারমিট নিতে হয়। সৌদি ওয়ার্ক পারমিটকে আকামা বলা হয়। তাই, আমাদের দেশের যারা সৌদি আরবে কাজ করতে যেতে চান, তাদেরকে আকামা বা ওয়ার্ক পারমিট নিতে হয়। ওয়ার্ক পারমিট এর আরও অনেক নাম রয়েছে। যেমন – সংযুক্ত আরব আমিরাতে আকামা বা ওয়ার্ক পারমিটকে পতাকা বলা হয়ে থাকে।

আকামা চেক করার কারণ কী?

সৌদি আরবের ওয়ার্ক পারমিট এর নাম আকামা তা তো আমরা ইতোমধ্যে জানতে পেরেছি। কিন্তু, আকামা চেক করতে হবে কেন? এবং আকামা চেক করার গুরুত্ব কী? মানুষ কেনই বা আকামা চেক করে থাকে? নিশ্চয়ই এই প্রশ্নগুলো মাথায় ঘুরপাক করছে? আকামা হচ্ছে ওয়ার্ক পারমিট। আর আমরা জানি যে একটি ওয়ার্ক পারমিট এর নির্দিষ্ট মেয়াদ থাকে।

তাই, আকামা পাওয়ার পর আকামায় উল্লেখ করে দেয়া তারিখ পর্যন্তই একজন শ্রমিক উক্ত দেশে কাজ করতে পারবেন। আপনার আকামার মেয়াদ যদি শেষ হয়ে  যায়, তবে আপনি আর উক্ত দেশে কাজ করতে পারবেন না। আকামার মেয়াদ শেষ কিন্তু আপনি জানেনই না। এক্ষেত্রে, আপনার জরিমানা হওয়া সহ আরও অনেক সমস্যার সম্মুখীন হতে হবে।

তাই, আকামার মেয়াদ কতদিন আছে জানার জন্য আকামা চেক করতে হয়। সৌদি আকামা চেক করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য ও নিয়ম জানতে পারবেন নিচে।

পাসপোর্ট দিয়ে আকামা চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আকামার মেয়াদ কতদিন বা কত মাস আছে তা জানতে পারবেন অনেক সহজেই। আপনার কাছে যদি একটি মোবাইল বা কম্পিউটার থাকে এবং ইন্টারনেট কানেকশন থাকে, তবে অনেক সহজেই সৌদি আকামা চেক করতে পারবেন এবং আপনার আকামার মেয়াদ যাচাই করতে পারবেন।

সৌদি আকামা চেক করার জন্য https://www.mol.gov.sa/IndividualUser/BasicInfo.aspx ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, আকামা নাম্বার, জন্ম তারিখ এবং ভেরিফিকেশন কোড দিলে আপনার সৌদি আকামার মেয়াদ কতদিন আছে তা জানতে পারবেন। পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আকামা চেক করার জন্য নিচে উল্লিখিত সৌদি আকামা চেক করার নিয়ম অনুসরণ করুন।

সৌদি আকামা চেক করার নিয়ম

সৌদি আকামা চেক করার জন্য প্রথমেই https://www.mol.gov.sa/IndividualUser/BasicInfo.aspx ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, প্রথম ফাঁকা ঘরে আপনার আকামা নাম্বার লিখুন। অতঃপর, নিচের ফাঁকা ঘরে আপনার জন্ম তারিখ, মাস এবং বছর লিখুন। এখন নিচে ছবিতে দেখানো ভেরিফিকেশন কোডটি লিখুন। তারপর পরবর্তী বাটনে ক্লিক করলে আপনার সৌদি আকামার মেয়াদ কতদিন আছে তা দেখতে পারবেন।

উপরে উল্লিখিত পদ্ধতিগুলো যদি বুঝতে না পারেন তবে আরও বিস্তারিত পদ্ধতি ধাপে ধাপে দেখার জন্য নিচে উল্লিখিত ধাপগুলো অনুসরণ করুন। তাহলে পাসপোর্ট দিয়ে আকামা চেক করার নিয়ম সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন।

পাসপোর্ট দিয়ে আকামা চেক করার নিয়ম

পাসপোর্ট নাম্বার দিয়ে আকামা মেয়াদ কতদিন আছে জানার জন্য প্রথমেই এখানে ক্লিক করুন। এরপর, নিচে উল্লিখিত ধাপগুলো অনুসরণ করুন।

ধাপ ১ – উপরে উল্লিখিত ওয়েবসাইট ভিজিট করার পর প্রথম ফাঁকা বক্সে আপনার আকামা নাম্বার লিখুন।

ধাপ ২ – এখন নিচের ফাঁকা বক্সে আপনার পাসপোর্ট অনুযায়ী জন্ম তারিখ উল্লেখ করে দিন।

ধাপ ৩ – এবার ছবিতে দেখানো ভেরিফিকেশন কোডটি পাশের ফাঁকা বক্সে লিখুন এবং Next বাটনে ক্লিক করুন।

উপরোক্ত এই তিনটি ধাপ অনুসরণ করতে পারলে সহজেই পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আকামা চেক করতে পারবেন এবং আপনার আকামার মেয়াদ কতদিন আছে তা জানতে পারবেন।

আকামা চেক করার অ্যাপস

অনেকেই আকামা চেক করার অ্যাপস খুঁজে থাকেন। যেন তারা সহজেই মোবাইলে আকামা চেক করার অ্যাপটি ওপেন করে তার আকামার মেয়াদ কতদিন আছে তা চেক করতে পারেন। আকামা চেক করার জন্য যেহেতু শুধুমাত্র আকামা নাম্বার এবং জন্ম তারিখ লাগে, তাই আকামা চেক করার সফটওয়্যার ব্যবহার করে সহজেই আকামার মেয়াদ জানা যায়।

আকামা চেক করার জন্য আপনি গুগল প্লে ষ্টোরে অনেক অ্যাপস পেয়ে যাবেন। এসব মোবাইল অ্যাপস মোবাইলে ইন্সটল করার পর আকামা নাম্বার এবং জন্ম তারিখ ও ভেরিফিকেশন কোড দিয়ে মেয়াদ জানতে পারবেন। নিচে কিছু আকামা চেক করার মোবাইল অ্যাপস এর তালিকা উল্লেখ করে দিয়েছি। চলুন, দেখে নেয়া যাক।

এই দুইটি অ্যাপ ব্যবহার করে সহজেই আকামা মেয়াদ কতদিন আছে তা চেক করতে পারবেন। সৌদি আকামা চেক করার জন্য অ্যাপগুলো মোবাইলে ইন্সটল করে আকামা আইডি নাম্বার, জন্ম তারিখ এবং ভেরিফিকেশন কোড দিয়ে মেয়াদ চেক করতে পারবেন।

আকামা মেয়াদ শেষ হলে করণীয় কী?

সৌদি আকামা মানে হচ্ছে সৌদি আরবের কাজ করার ওয়ার্ক পারমিট। আপনার আকামার মেয়াদ যদি শেষ হয়ে যায় বা শেষ হওয়ার পথে থাকে, তবে অবশ্যই আপনাকে আকামার মেয়াদ বাড়াতে হবে। এজন্য, আকামা রিনিউ করতে হবে। সৌদি আকামার মেয়াদ শেষ হওয়ার পূর্বে আকামা রিনিউ করে নেয়ার চেষ্টা করবেন।

এতে করে আকামার মেয়াদ শেষ হওয়ার পর জরিমানা হওয়ার হাত থেকে বাঁচতে পারবেন। আকামার মেয়াদ শেষ হয়ে গেলেও আকামা রিনিউ করে নিবেন। তাহলে আরও বেশি সময় যাবত আপনি সৌদি আরবে কাজ করতে পারবেন।

আমাদের শেষ কথা

আজকের এই পোস্টে আপনাদের সাথে পাসপোর্ট দিয়ে আকামা চেক করার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি সৌদি আকামা চেক করার নিয়ম জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করে থাকেন, তবে আশা করছি এতক্ষণে আপনার আকামার মেয়াদ কতদিন আছে তা জানতে পেরেছেন।

সৌদি আকামা বা ওয়ার্ক পারমিট এর মেয়াদ শেষ হয়ে গেলে আবারও রিনিউ করে কাজ করতে পারবেন। তাই, আপনার আকামার মেয়াদ আছে কি না তা জানার জন্য পোস্টে উল্লিখিত পদ্ধতিগুলো অনুসরণ করুন।


আরও পড়ুনঃ আমি প্রবাসী ওয়েবসাইট থেকে সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম


সাধারণত জিজ্ঞাসিত প্রশ্নাবলী

কিভাবে আকামা চেক করা হয়?

আকামা চেক করার জন্য https://www.mol.gov.sa/IndividualUser/BasicInfo.aspx ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, আকামার নাম্বার, জন্ম তারিখ লিখতে হবে। অতঃপর, ছবিতে দেখানো ভেরিফিকেশন কোড লিখতে হবে। সবশেষে পরবর্তী বাটনে ক্লিক করলে সৌদি আকামার মেয়াদ কতদিন আছে তা জানতে পারবেন। 

আকামা চেক করার নতুন নিয়ম

পূর্বে আকামা চেক করার জন্য Abser আইডি থাকতে হতো। তবে, এখন আপনি আবসার আইডি ছাড়া আকামার মেয়াদ চেক করতে পারবেন। নতুন নিয়মে আকামা মেয়াদ চেক করার জন্য mol.gov.sa/IndividualUser/BasicInfo.aspx এই ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, আকামা নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে মেয়াদ কতদিন আছে তা জানতে পারবেন।

Please Share This Post in Your Social Media

One response to “পাসপোর্ট দিয়ে আকামা চেক করার নতুন নিয়ম”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2024 All rights reserved ScholarDoor