আমি প্রবাসী সার্টিফিকেট অনলাইনে বের করার নিয়ম নিয়ে আজকের এই পোস্টে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। আপনি যদি আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করতে চান, তবে এই পোস্টটি আপনার জন্যই।
বিদেশ যাওয়ার জন্য আমি প্রবাসী সার্টিফিকেট বা PDO Certificate অনেক গুরুত্বপূর্ণ। বিদেশ যাওয়ার জন্য বিএমইটিতে রেজিস্ট্রেশন করতে হয় এবং তিন দিনের একটি ট্রেনিং শেষে একটি সার্টিফিকেট দেয়া হয়, এটি বিদেশ যাওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ।
কিভাবে এই সার্টিফিকেট ডাউনলোড করবেন সেটি নিয়েই আজ আলোচনা করবো। তো চলুন, পোস্টের মূল বিষয়ে ফিরে আসা যাক।
বিদেশ যাওয়ার আগে BMET থেকে তিনদিনের ট্রেনিং নেয়ার পর বিএমইটি থেকে যে সার্টিফিকেট প্রদান করা হয়, এটিই হচ্ছে বিএমইটি সার্টিফিকেট বা আমি প্রবাসী সার্টিফিকেট। একে অন্যভাবে PDO (Pre-Departure Orientation) সার্টিফিকেটও বলা হয়ে থাকে।
বিদেশ যাওয়ার জন্য এই সার্টিফিকেট অনেক গুরুত্বপূর্ণ। কিভাবে অনলাইনে আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করতে হবে সেটি নিয়ে বিস্তারিত জেনে নেয়া যাক।
আমি প্রবাসী সার্টিফিকেট অনলাইনে বের করার দুইটি নিয়ম রয়েছে। অর্থাৎ, আপনি যদি চান আমি প্রবাসী সার্টিফিকেট দুইটি পদ্ধতিতে ডাউনলোড করতে পারবেন। একটি হচ্ছে আমি প্রবাসী ওয়েবসাইট থেকে এবং অপরটি হচ্ছে আমি প্রবাসী মোবাইল অ্যাপ থেকে। নিচে আমি দুইটি পদ্ধতি নিয়েই বিস্তারিত পদ্ধতি শেয়ার করবো আপনাদের সাথে।
আমি প্রবাসী অ্যাপ থেকে সার্টিফিকেট ডাউনলোড করার জন্য প্রথমেই গুগল প্লে স্টোর থেকে Ami Probashi অ্যাপ ইন্সটল করতে হবে। এরপর, অ্যাপটি ওপেন করে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্টে লগইন করুন। অতঃপর, নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ ১ – নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্টে লগইন করার পর Pre-Departure Orientation অপশনে ক্লিক করতে হবে।
ধাপ ২ – এরপর Download Certificate অপশনে ক্লিক করতে হবে এবং Continue লেখার উপর ক্লিক করে কিভাবে পেমেন্ট দিবেন সেটি সিলেক্ট করতে হবে।
ধাপ ৩ – বিকাশ বা অন্য যে মাধ্যমে পেমেন্ট করবেন সেটি ব্যবহার করে ১০০ টাকা পেমেন্ট করতে হবে।
ধাপ ৪ – পেমেন্ট করার পর Download Certificate বাটনে ক্লিক করে আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
উপরোক্ত এই ধাপগুলো অনুসরণ করে অনেক সহজেই আমি প্রবাসী সার্টিফিকেট অনলাইনে বের করতে পারবেন। এছাড়াও, আপনি চাইলে ওয়েবসাইট থেকে PDO Certificate ডাউনলোড করতে পারবেন। এজন্য, নিচের ধাপগুলো অনুসরণ করুন।
আমি প্রবাসী ওয়েবসাইট থেকে সার্টিফিকেট ডাউনলোড করার জন্য প্রথমেই আমি প্রবাসী অ্যাপ ইন্সটল করতে হবে এবং মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর, সার্টিফিকেট এর পেমেন্ট পরিশোধ করতে হবে। তাহলে, ওয়েবসাইট থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
আমি প্রবাসী ওয়েবসাইট থেকে সার্টিফিকেট ডাউনলোড করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন।
ধাপ ১ – প্রথমেই amiprobashi.com ওয়েবসাইট ভিজিট করুন।
ধাপ ২ – এরপর, PDO মেনু থেকে Certificate Download অপশনে ক্লিক করুন।
ধাপ ৩ – এখন আপনার পাসপোর্ট নাম্বার লিখুন এবং ক্যাপচা কোড পুরণ করে Search বাটনে ক্লিক করুন।
তাহলে আপনার আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইট থেকেই। অবশ্যই মনে রাখতে হবে যে, আপনি যদি আপনার একাউন্ট থেকে সার্টিফিকেট এর জন্য পেমেন্ট পরিশোধ না করেন, তবে ওয়েবসাইট থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন না।
ওয়েবসাইট থেকে সার্টিফিকেট ডাউনলোড করার জন্য অবশ্যই প্রথমে অ্যাপ থেকে সার্টিফিকেট এর জন্য পেমেন্ট করতে হবে ১০০ টাকা। এরপরেই আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে সহজেই আমি প্রবাসী সার্টিফিকেট অনলাইনে বের করতে পারবেন।
আমি প্রবাসী সার্টিফিকেট বা PDO Certificate ডাউনলোড করার ফি মাত্র ১০০ টাকা। আমি প্রবাসী অ্যাপ থেকে পিডিও সার্টিফিকেট ডাউনলোড করার সময় অবশ্যই ১০০ টাকা বিকাশ বা অন্য মোবাইল ব্যাংকিং মাধ্যমে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর আপনি সার্টিফিকেট ডাউনলোড করার অপশন পাবেন।
পেমেন্ট না করলে ওয়েবসাই থেকেও পাসপোর্ট নাম্বার এবং ক্যাপচা কোড পূরণ করে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন না। এজন্য, অবশ্যই আপনার Ami Probashi একাউন্টে লগইন করে পেমেন্ট করতে হবে।
বিএমইটি থেকে ০৩ দিনের PDO ট্রেনিং নেয়ার পর পিডিও ট্রেনিং সার্টিফিকেট দেয়া হয়ে থাকে। হাতে হাতে নয়, বরং আপনি যদি এই সার্টিফিকেট নিতে চান আপনার একাউন্টে লগইন করতে হবে এবং সার্টিফিকেট এর ফি পরিশোধ করতে হবে। অতঃপর, সার্টিফিকেট ডাউনলোড করতে পাবেন।
আমি প্রবাসী মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট উভয় থেকেই সার্টিফিকেটটি ডাউনলোড করা যাবে। তবে, ওয়েবসাইট ব্যবহার করে সার্টিফিকেট ডাউনলোড করার জন্য প্রথমে অবশ্যই অ্যাপ থেকে সার্টিফিকেট এর ফি পরিশোধ করতে হবে।
অনলাইনে আমি প্রবাসী PDO সার্টিফিকেট ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোর থেকে Ami Probashi অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্টে লগইন করতে হবে। লগইন করার পর Pre-Departure Orientation অপশন থেকে সার্টিফিকেট ডাউনলোড অপশনে ক্লিক করবেন।
এরপর, Continue বাটনে ক্লিক করে ১০০ টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য বিকাশ এবং অন্যান্য সকল মোবাইল ব্যাংকিং মাধ্যম ব্যবহার করতে পারবেন। ১০০ টাকা পেমেন্ট করার পর Download Certificate অপশনে ক্লিক করে আপনার প্রবাসী সার্টিফিকেট বা PDO সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
আমি প্রবাসী বিএমইটি কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে ৩দিনের বিএমইটি PDO ট্রেনিং নিতে হবে। ট্রেনিং শেষ হওয়ার পর বিএমইটি থেকে বিএমইটি PDO সার্টিফিকেট দেয়া হবে। আমি প্রবাসী অ্যাপ ব্যবহার করে বা আমি প্রবাসী ওয়েবসাইট amiprobashi.com ব্যবহার করে সহজেই আপনার পিডিও সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন।
সার্টিফিকেট ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাকে ১০০ টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর অ্যাপ থেকে কিংবা ওয়েবসাইট থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
বিদেশ যাওয়ার জন্য আমি প্রবাসী সার্টিফিকেট অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দ্বারা এই সার্টিফিকেট প্রদান করা হয়। এই সার্টিফিকেটটি প্রবাসী বাংলাদেশীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যা তাদের বিদেশে কর্মসংস্থান, প্রবাসী ভাতা, এবং অন্যান্য সুযোগ-সুবিধা গ্রহণের ক্ষেত্রে সহায়তা করে থাকে।
তাই, প্রবাসে যেতে চাইলে অবশ্যই আমি প্রবাসী বিএমইটি কার্ড ডাউনলোড করে নিতে হবে। বাংলাদেশে অবস্থিত ৪১টি বিএমইটি কার্যালয়ের মাঝে থেকে যেকোনো একটিতে ট্রেনিং নিলেই এই সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।
শেষ কথা
আজকের এই পোস্টে আপনাদের সাথে আমি প্রবাসী সার্টিফিকেট অনলাইনে বের করার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করার পোস্টটি সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। এছাড়াও, যেকোনো প্রশ্ন থাকলে FAQ সেকশনের প্রশ্নোত্তর গুলো পড়তে পারেন।
আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড ফি ১০০ টাকা। যা আপনাকে অনলাইনে যেকোনো মোবাইল ব্যাংকিং মাধ্যমে পরিশোধ করতে হবে।
বিএমইটি সার্টিফিকেট বা কার্ড ডাউনলোড করার জন্য আমি প্রবাসী অ্যাপ ব্যবহার করতে হবে। এরপর, ১০০ টাকা পেমেন্ট করে অ্যাপ থেকে কিংবা ওয়েবসাইট থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
আমি প্রবাসী ওয়েবসাইট থেকে এনরোলমেন্ট কার্ড ডাউনলোড করতে পারবেন পাসপোর্ট নাম্বার দিয়ে। এই কার্ডটি বিএমইটি ট্রেনিং ক্লাসে উপস্থিত হওয়ার জন্য প্রয়োজন হবে।
[…] দিয়ে আকামা চেক করার নতুন নিয়ম আমি প্রবাসী ওয়েবসাইট থেকে সার্টিফিকে… সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ – […]