স্টুডেন্ট ভিসায় ডেনমার্ক যেতে যোগ্যতা ও খরচ

স্টুডেন্ট ভিসায় ডেনমার্ক যেতে যোগ্যতা ও খরচ

স্টুডেন্ট ভিসায় ডেনমার্ক যেতে যোগ্যতা ও খরচ

পৃথিবীর সবথেকে সুখি দেশ ডেনমার্কে উচ্চশিক্ষার জন্য যাওয়ার ইচ্ছে পৃথিবীর প্রায় সকল দেশের শিক্ষার্থীর। ডেনমার্ক স্টুডেন্ট ভিসায় যেতে যোগ্যতা কেমন লাগে এবং ডেনমার্ক স্টুডেন্ট ভিসায় যেতে খরচ কত টাকা লাগবে এসব বিষয় নিয়ে আজ এই পোস্টে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো।

উন্নত শিক্ষাব্যবস্থা, সৃজনশীল পদ্ধতিতে শিক্ষাদান, গবেষণার সুযোগ সহ ডেনমার্কে রয়েছে পড়ালেখা করার অন্যতম এক পরিবেশ। তাই স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের জন্য ডেনমার্কের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানের শিক্ষার্থীদের সুযোগ দিয়ে থাকে।

এজন্য অন্যান্য দেশের মতো আমাদের দেশের শিক্ষার্থীরাও উচ্চশিক্ষার জন্য ডেনমার্ক যেতে চান। কিন্তু, স্টুডেন্ট ভিসায় ডেনমার্ক যেতে যোগ্যতা কেমন লাগে এটি অনেকেই জানে না। তো চলুন, ডেনমার্কে পড়ালেখা বিষয়ক সকল তথ্য বিস্তারিত জেনে নেয়া যাক।

ডেনমার্ক স্টুডেন্ট ভিসায় যেতে যোগ্যতা

ডেনমার্ক উচ্চশিক্ষার জন্য যেতে চাইলে ডেনমার্কের বিশ্ববিদ্যালয়গুলোর চাহিত শিক্ষাগত যোগ্যতা রয়েছে এমন শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন। ডেনমার্কের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে চাইলে IELTS স্কোর ৫.৫ থেকে ৬.৫ হতে হয়। এছাড়াও, আইইএলটিএস একাডেমিক পরিক্ষার ৫০% মার্ক থাকতে হয়।

ইউএসবিএসসিতে এপ্লাই করার জন্য কমপক্ষে এইচএসসি পাশ হতে হবে এবং অ্যাকাডেমিক রেজাল্ট ভালো হতে হবে। এতে করে, ডেনিশ এজেন্সি ফর সায়েন্স অ্যান্ড হায়ার এডুকেশন বিদেশী গ্রেডকে অর্থাৎ আমাদের দেশের গ্রেডকে কনভার্ট করলে ভালো রেজাল্ট থাকবে। ফলে, অ্যাডমিশন পাওয়া সুবিধা হবে।

ডেনমার্কের যেকোনো বিশ্ববিদ্যালয়ে ব্যচেলর ডিগ্রিতে এপ্লাই করার জন্য ন্যুনতম ১ বছর ইউনিভার্সিটিতে পড়াশোনা থাকতে হবে। নতুবা, ব্যাচেলর ডিগ্রিতে এপ্লাই করা যাবে না। এটি প্রায় প্রত্যেক ডেনমার্ক ইউনিভার্সিটির রুলস। এছাড়াও, এপি ডিগ্রিতে এপ্লাই করার জন্য কমপক্ষে ২ বছর ইউনিভার্সিটিতে পড়াশোনা থাকতে হবে।

ডেনমার্কের যেকোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাইলে টপ আপ ব্যচেলর ডিগ্রির ক্ষেত্রে ন্যুনতম ৩ বছর ইউনিভার্সিটিতে পড়াশোনা থাকতে হবে। এছাড়াও প্রি-মাস্টার্স এ অ্যাডমিশন নেয়ার জন্য তিন বছর এবং মাস্টার্স ডিগ্রিতে অ্যাডমিশন নেয়ার জন্য চার বছর ইউনিভার্সিটিতে পড়াশোনা থাকতে হবে।

উপরোক্ত শিক্ষাগত যোগ্যতাগুলো যদি আপনার থাকে, তবেই আপনি ডেনমার্কের যেকোনো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার জন্য যেতে পারবেন। ডেনমার্ক স্টুডেন্ট ভিসায় যেতে কোনো ব্যাংক সলভেন্সি দেখাতে হবে না। কিন্তু, আপনি যদি স্পাউস নিয়ে ডেনমার্ক যেতে চান, তবে ৭১২৯২ ডেনমার্ক ডেনিস ক্রেনা দেখাতে হবে।

ডেনমার্ক স্টুডেন্ট ভিসার যেতে যোগ্যতা কেমন লাগে তা তো জানা হলো। চলুন, ইউনিভার্সিটিগুলোতে আবেদন করতে কি কি লাগবে জেনে নেয়া যাক।

ইউনিভার্সিটিতে আবেদনের সময় যা যা লাগবে

ডেনমার্কের যেকোনো ইউনিভার্সিটিতে আবেদন করার সময় কিছু ডকুমেন্ট প্রয়োজন হয়। শিক্ষাগত যোগ্যতার সনদ ছাড়াও প্রায় প্রতিটি ইউনিভার্সিটি সাধারণ কিছু তথ্য চেয়ে থাকে। এমন কিছু তথ্যের একটি তালিকা নিচে উল্লেখ করে দিলাম। চলুন দেখে নেয়া যাক –

  • Passport Copy (ইউনিভার্সিটির ক্ষেত্রে লাগতে পারে )
  • সব Academic Transcript এবং Certificate
  • IELTS Certificate, Motivation Letter
  • CV, Recommendation Letter (যদি চায়)

উচ্চশিক্ষার জন্য ডেনমার্ক যেতে চাইলে উপরোক্ত তথ্য এবং ডকুমেন্টগুলো প্রায় সকল ইউনিভার্সিটি থেকে চাইতে পারে। তাই, আবেদন করার সময় প্রতিটি ডকুমেন্ট এর কপি সঙ্গে রাখতে হবে। এছাড়াও, আরও কোনো তথ্য চাইলে সেটি উক্ত ইউনিভার্সিটির ওয়েবসাইটে উল্লেখ করে দেয়া থাকবে।

ডেনমার্ক স্টুডেন্ট ভিসায় আবেদন করার উপায়

ডেনমার্ক স্টুডেন্ট ভিসায় আবেদন করার জন্য প্রথমেই http://www.optagelse.dk এই ওয়েবসাইট ভিজিট করতে হবে। ওয়েবসাইটটি ভিজিট করার পর এখানে ডেনমার্কের সকল বিশ্ববিদ্যালয়ের তালিকা এবং সেসব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন। যে ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে চান, সেই ওয়েবসাইটের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর আবেদন করতে হবে।

আবেদন অনুমোদিত হলে তারা আপনাকে একটি কন্ডিশনাল অ্যাডমিশন লেটার প্রদান করবে। কন্ডিশনাল অ্যাডমিশন লেটার পাওয়ার পর টিউশন ফি তাদের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এরপরেই আপনি ফাইনাল অ্যাডমিশন লেটার পেয়ে যাবেন। অ্যাডমিশন লেটার ইস্যু হলে সঙ্গে একটি ST-1 ফরম পাবেন। এই ফরমে উক্ত বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য উল্লেখ করা থাকবে।

ফাইনাল অ্যাডমিশন লেটার এবং ST-1 ফরম পেয়ে গেলে আপনাকে ডেনমার্ক স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে। ডেনমার্ক স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করার প্রক্রিয়া নিয়ে নিচে আরও বিস্তারিত আলোচনা করেছি।

ডেনমার্ক স্টুডেন্ট ভিসা পাওয়ার উপায়

ডেনমার্ক স্টুডেন্ট ভিসার আবেদন অনলাইনে করতে হবে। তবে, ডেনমার্ক স্টুডেন্ট ভিসার আবেদন করার পর ভিসা পেতে প্রায় ২-৩ মাস সময় লেগে যায়। তাই, যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাচ্ছেন, সেখানে আপনার সেমিস্টার শুরু হওয়ার ৩-৪ মাস পূর্বে সকল কাজ সেরে নিতে হবে। নতুবা, আপনি সেমিস্টার লস করতে পারেন।

ডেনমার্ক স্টুডেন্ট ভিসা পেতে হলে আপনাকে কিছু ডকুমেন্ট প্রদান করতে হবে। এসব ডকুমেন্ট হচ্ছে-

  1. পাসপোর্ট এর কপি এবং সদ্য তোলা ছবি
  2. একাডেমিক মার্কশিট এবং সকল সনদ
  3. আইইএলটিএস স্কোরের কপি
  4. ফাইনাল অ্যাডমিশন লেটার
  5. সকল তথ্য দিয়ে সঠিকভাবে পূরণকৃত ST-1 ফর্ম

উপরোক্ত সকল তথ্য এবং ডকুমেন্ট দিয়ে ডেনমার্ক ভিসার জন্য আবেদন করার পর ২-৩ মাস সময় লাগতে পারে ডেনমার্ক ভিসা পেতে। ভিসা পাওয়ার পর আপনি ডেনমার্ক পড়ালেখার উদ্দেশ্যে পাড়ি জমাতে পারবেন।

ডেনমার্ক স্টুডেন্ট ভিসায় যেতে খরচ

স্টুডেন্ট ভিসায় ডেনমার্ক যাওয়ার পর প্রতি মাসে ৭০০-৯০০ ইউরো অব্দি লাগতে পারে। তবে, এই খরচের পরিমাণ কম বা বেশি হতে পারে। বেশিরভাগ ডেনমার্ক ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে আবাসিক হলের ব্যবস্থা করে দিয়ে থাকে। যেখানে সকল উন্নত সুযোগ সুবিধা থাকে। তবে, আপনি চাইলে আবাসিক হলে না থেকে বাসা ভাড়া নিয়ে থাকতে পারবেন।

তবে, সেক্ষেত্রে আপনাকে আলাদা খরচ করতে হবে। এজন্যই, ডেনমার্ক গিয়ে পড়ালেখার খরচ ব্যক্তিভেদে কম বা বেশি হতে পারে। এছাড়াও, ডেনমার্ক গিয়ে আপনি পার্টটাইম জব করে টাকা উপার্জন করতে পারবেন। এজন্য ২০ ঘণ্টা সময় পাবেন। তবে, বিভিন্ন ছুটি বা সামার ভ্যাকেশনে ফুল টাইম জব করার সুযোগ পাবেন।

ডেনমার্কে গিয়ে পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম জব করে টাকা উপার্জন এবং নিজের খরচ নিজেই চালানো সম্ভব। এছাড়াও, উন্নত শিক্ষাব্যবস্থা থাকার কারণে অনেকেই ডেনমার্ককে উচ্চশিক্ষার জন্য বেঁছে নিয়ে থাকেন।

কেন পড়বেন ডেনমার্কে?

ডেনমার্ক পৃথিবীর সুখি দেশগুলোর মাঝে অন্যতম। ডেনমার্কের শিক্ষাব্যবস্থা অনেক উন্নত। মুখস্ত বিদ্যার পরিবর্তে ডেনমার্কের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ গবেষণা নির্ভর। এছাড়াও, সৃজনশীল পদ্ধতিতে পড়ালেখার কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। বিশ্বের অনেক মেধাবী শিক্ষক রয়েছেন ডেনমার্কের বিভিন্ন ইউনিভার্সিটিতে।

এছাড়াও, ডেনমার্কে স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ রয়েছে। স্কলারশিপ নিয়ে ডেনমার্ক যেতে পারলে ফ্রিতে পড়ালেখার সুযোগ পাবেন। পড়ালেখা শেষে ডেনমার্কের যেকোনো প্রতিষ্ঠানে চাকুরী করার সুবর্ণ সুযোগ রয়েছে। তাই, বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মাঝে ডেনমার্কে পড়ালেখা করার চাহিদা ক্রমশ বেড়েই চলেছে।


আরও পড়ুনঃ স্টুডেন্ট ভিসায় কোন দেশে যেতে আইইএলটিএস স্কোর কত লাগে?

আরও পড়ুনঃ রোমানিয়া থেকে ইতালি কিভাবে যাওয়া যায়


আমাদের শেষ কথা

আজকের এই ব্লগে আপনাদের সাথে ডেনমার্ক স্টুডেন্ট ভিসায় যেতে যোগ্যতা ও ডেনমার্ক স্টুডেন্ট ভিসায় যেতে খরচ কত টাকা লাগবে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আপনি যদি ডেনমার্ক পড়ালেখা করার জন্য যেতে চান, তবে এই পোস্টটি আপনাকে অনেক সহযোগিতা করবে বলে আশা করছি।

আরও কোনো তথ্য জানার থাকলে নিচে সংযুক্ত সাধারণত জিজ্ঞাসিত প্রশ্নাবলী ও উত্তরসমূহ দেখতে পারেন। এছাড়াও, কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন।

সাধারণত জিজ্ঞাসিত প্রশ্নাবলী

5.5 IELTS স্কোর নিয়ে ডেনমার্ক যাওয়া যাবে কি?

হ্যাঁ। 5.5 IELTS স্কোর নিয়ে ডেনমার্ক যেতে পারবেন। ডেনমার্কের অনেক বিশ্ববিদ্যালয় ৫.৫ আইইএলটিএস স্কোর এর শিক্ষার্থীদের অ্যাডমিশন দিয়ে থাকে। তবে, অ্যাকাডেমিক রেজাল্ট অনেক ভালো হতে হবে। নয়তো, অ্যাডমিশন মিস হতে পারে।

ডেনমার্কের জন্য IELTS কত স্কোর প্রয়োজন?

ডেনমার্কের জন্য IELTS স্কোর ৬.৫ থেকে উপরে হলে ভালো হয়। তবে, ৫.৫ আইইএলটিএস স্কোর দিয়েও অনেক ইউনিভার্সিটি অ্যাডমিশনের আবেদন করার সুযোগ দিয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

One response to “স্টুডেন্ট ভিসায় ডেনমার্ক যেতে যোগ্যতা ও খরচ”

  1. […] মাল্টা কাজের ভিসায় যেতে কি কি লাগে স্টুডেন্ট ভিসায় ডেনমার্ক যেতে যোগ্যত… স্টুডেন্ট ভিসায় কোন দেশে যেতে […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2024 All rights reserved ScholarDoor